ঢেউ আসে ঢেউ যায়
নোনা জলের কান্নায়,
ছেলেহারা মা কাঁদে
বালুচরের ডাঙায়।
ঐ বুঝি এলো ফিরে
ফিকে হয় দৃষ্টি,
ছেলেহারা মায়ের চোখে
অঝোরে বৃষ্টি।
বুকচাপা কষ্টের যন্ত্রণা সওয়া দায়,
কোথা গেলে খুঁজে পাবে
বসে বসে ভাবে তায়।
বুক ভরা বিশ্বাসে আশ্বাস মেলে না
তবু তারা হালটাকে
ছেড়ে দিয়েও ছাড়ে না।
ঐ বুঝি ঢেউ এলো নিয়ে তার
খোকাকে,
অভাগা মার চাওয়াটা
জাগাবে কি স্রষ্টাকে?