চুদুর বুদুর গল্প শোনাও ঝোলার ভেতর রেখে
আল্লাহ নাকি তোমার বাপের বহু আগে থেকে!
বেহেস্তখানার টিকেটগুলো আছে তোমার কাছে
একটুখানি ভুলের তরে হাতছাড়া হয় পাছে।
মানুষ মারো ইচ্ছে মতোন ধর্ম লেবাস পরে,
ধর্ম নামের ঝান্ডা ওড়াও তোমরা ঘরে ঘরে।
আসবে দেবী তোমার কাছে আসবে উড়ে হুর,
মানুষ বেশে করছো ধারণ হিংস্র এক অসুর ।
পুড়ছো মানুষ আগুন দিয়ে, খঞ্জনে কেউ খুন
লেবাস পরা ধার্মিকেরা গাইছে তোমার গুন ।
ধর্ম মানে নয় রে লেবাস, ধর্ম  নয় রে আচার,
চেতনাতে ধর্ম বাঁচুক, চেতনায় হোক বিচার।
মিথ্যে কথায় মানুষ মারতে কয় না কোন ধর্ম
ধর্মের নামে বন্ধ করো তোমার অপকর্ম ।
সবার আগে মানুষ বড় সব ধর্ম তাই কয়,
ভালবাসায় ধর্ম বাঁচে, প্রেম মমতায় জয়।