আসবে আবার হুকুম জানি
প্রভাত ফেরির গাইতে গান,
ছন্দ তালে রাখতে হবে
বাঙলা মায়ের ভাষার মান।
বিপথগামী কুলাঙ্গার সব
চায় না তারা বাঙলা থাক,
অন্য দেশের ভাষা নিয়ে
গাইছে বাকুম বাকুম বাক।
চারিদিকে চলছে যখন
ভাষা খুনের মহোৎসব,
গুটিকয়েক মানুষ তখন
ভাষা রক্ষায় জোর সরব।
বাঙলা লেখো বাঙলা পড়ো
ভয় পেও না আসরে,
বাঙলা মাকে দেখবে সবাই
শুদ্ধ ভাষার বাসরে।