গল্প আছে অল্প হলেও
শুনতে কি চাও বলো?
খুব গোছানো নয়রে সে সব
সবই এলোমেলো।
স্বপ্ন দেখি অনেক কিছুই
করবো এটা সেটা,
আশেপাশের নিন্দুকেরা
ডাকে কেষ্ট ব্যাটা।
শুনতে মোটেও লাগে না যে
ভালো সে সব কথা,
একটু হলেও বুকের ভেতর
জমতে থাকে ব্যথা।
হাতি ঘোড়া মারবে নাকি
বসে ভেড়ার পিঠে,
ভেঙচিয়ে কয় ক দিন বাদে
জমবে যে বাত গিঁটে!
শুনি সবই, কই না কিছু
আচ্ছা বলে যা,
সময় মতোই জবাব দেবো
রেহাই পাবি না।
দিন কখনো রাখে না ঋণ
দু দিন আগে পরে,
ফেরত দেবে যা যা তোরা
করলি জীবন ভরে।