দখিনা হাওয়া কানে কানে কয়
সখী হবে তুমি আমার?
আমি তারে বলি সখী হবো তার
যে জন হবে আমার।
দূর দেশে বসে হেসে খেলে যায়
রঙ মেখে নিয়ে মুখে,
ভালবাসি তারে উজাড়িয়া সব
হারাই তার-ই চোখে।
দখিন হাওয়া ছুঁয়ে দিয়ে বলে
দিলাম ছুঁয়ে তোকে,
উড়ে যা তুই দূর দেশেতে
ভালবাসার ছবি এঁকে।
ভালবাসি তারে আকাশ সমান
সূর্যের দীপ্তি নিয়ে,
দখিনা হাওয়া বলো না তারে
সে যেন আসে ফিরে।