পাঁজর ভাঙা বুকের ব্যথায়
হলাম এলোমেলো,
ভুলের মাশুল গুনতে এবার
সবই বুঝি গেলো।
ভরসা যেথায় রাখার ছিল
সেথায় রাখি নি,
সত্যটাকে সত্য জেনেও
অটল থাকি নি।
মিথ্যে দিয়ে সত্য ঢাকা
ভেবেছিলাম সোজা,
এখন দেখি সেটাই আমার
এই জীবনের বোঝা।
দয়া করো দয়ার সাগর
পারছি না যে আর,
বুঝি নি তো ভুলের ওজন
এতখানি ভার।