দুঃখ তোমার দুঃখ আমার
দুঃখ হরেক রকম,
গরল পানে তরল হলেও
পুষ্প বাণে জখম।
হাতির পাড়া যার জোটে নি
মশার পাড়ায় মরে,
পাহাড়সম আঘাতগুলোও
লজ্জা পেয়ে ফেরে।
দুঃখ তোমার দুঃখ আমার
দুঃখের মেলা মেলে,
দুঃখ নিয়েই খেলছে যে সে
সুখগুলোকে ফেলে।