বুকের ভেতর একটা সাগর
বইছে নিরবধি,
বৈঠা হাতে ডিঙ্গির মাঝি
ডাক দিয়ে যায় যদি;
আশায় থাকে মন পাখিটা
খাঁচার ভেতর বসে,
কোন সে আশায় শুকতারাটা
পড়লো ধরায় খসে?
চোখের তারায় আলোর নাচন
একটু তারে দেখে,
প্রেমের কথা আর বলো না
দ্বন্দ দ্বিধা রেখে।
ইচ্ছে ছিল বলবে তারে
এমনি করে সব,
দুয়ে দুয়ে পাঁচ হয় না
তাইতো সে আজ নীরব।