একলা ঘরে বন্দী আমি
মনটা খোলা আকাশে,
সবুজ ভরা জমিনটাকে
দেখায় কেন ফ্যাকাসে?
দুঃখ ভরা জলের নদী
এঁকেবেঁকে চলে যায়,
শাপলাগুলো অমন করে
কেন তাদের মুখ লুকায়?
দুঃখ আমার দুঃখ তাদের
কোথায় যেন একটা মিল,
আমরা দুজন শুধুই খুঁজি
সুখে ভরা একটা বিল।