জীবনের খাতায় ভুলে ভরা
এত আঁকাআঁকি,
সমাধানের সূত্র খুঁজতে
নিশ্চুপ চেয়ে থাকি।
জ্যামিতির ফর্মুলাতেও
ফলাফলটা মেলে না,
পাটিগণিতের সরল অংক
গরলের সাথে খেলে না।
বীজগণিতের সূত্রগুলো
ইচ্ছেমতো বসাই,
তবুও মেলে না কোথাও কিছু
আপোষ করে না কসাই।
ভুলের মাশুল গুনতে হবে
মাথা দেই তাই পেতে,
আর্তনাদেও বুক ফাটে না
সয়েও সয় না ধাতে।
দিশেহারা হয়ে পথ খোঁজে না
ভাবে শুধু কী উপায়?
হাতের কাছের ইরেজার দিয়ে
সব মুছে দেয়া যায়!
ইরেজার ছোটে এদিক ওদিক
মুছে দিতে ভুলগুলো,
নতুন খোলা জীবনখাতা
হবে না আর এলোমেলো।