অনেক খেলেছি অনেক হেসেছি
করেছি কত তামাশা,
ইমোটিল গিলে ঢেকে রেখেছি
গরীবের রোগ আমাশা।
কেউ ভাবে বড় ক্যালাস আমি
কেউ ভাবে বড় গাধা,
মুখ বুঁজে শুধু ভান করে যাই
বুঝি সব আধা আধা।
হাসির আড়ালে লুকিয়ে রাখি
ব্যথা ভরা এক সাগর,
মধ্য রাতে আমার দরজায়
দেবদাসরুপী নাগর।
পারুকে খোঁজে চন্দ্রের মাঝে
চন্দ্র কাকে খুঁজবে?
কিভাবে বললে কোথায় বললে
সত্যটা কেউ বুঝবে?
ঘু্ঙুর পায়ে ঘোমটার ফাঁকে
চন্দ্র পারুর খেলা,
বৈশাখ মাসে ঝড়ের সাথে
তালে তালে চলে মেলা।
চরকায় ঘোরা, হাওয়াই মিঠাই
নানান রঙ এর মানুষ,
তোমার আমার একটা জীবন
হাওয়ায় ভাসা ফানুস।