আশা নিয়ে বড় পাঠশালাতে তার
গাধাকে করেছিল ছাত্র,
ঘাস বিচালী জলে টইটুম্বুর
পাঠশালার সব পাত্র।
খায়দায় আর ঘোরেফেরে
দিন শেষে গড়াগড়ি,
গাধা পিটিয়ে মানুষ হলো না
দুঃখে ছেড়ে যায় বাড়ি।
গাধা যদিও মানুষ হয় নি
পারে নি হতেও ঘোড়া,
ওস্তাদ প্রেমে মগ্ন গাধা
চালিয়ে যেতে চায় পড়া।
দুঃখ ক্ষোভ আর অভিমানে
পাঠশালা হয় বন্ধ,
গাধার চোখে সর্ষে ফোটে
ওস্তাদ বিনে সে অন্ধ।