পথ ভুলে আজ আসছে হেথা
একটা সবুজ ঘাস ফড়িং,
ডানা মেলে উড়ছে যেন
মন নাচে তার তিড়িং বিড়িং।


সবুজ ডানায় সবুজ হাওয়া
ঢেউ খেলে যায় দোল দিয়ে,
মনটা আমার নেচে ওঠে
প্রাণটা ওঠে গান গেয়ে।


ইচ্ছে করে ফড়িং হয়ে
মেলতে ডানা আকাশে,
থাকবে না আর বাঁধা কোন
মনের কথা প্রকাশে।


দেখবো আকাশ সবুজ ঘাসে
লাল সূর্যটা সাথে তার,
আমার চোখের স্বপ্নগুলো
থাকবে না তো বন্দী আর।


স্বপ্ন যত তার চোখেতে
যত আশা বুকে তার,
বুকে নিয়ে চোখে এঁকে
করে দেবো একাকার।