ঘুম ঘুম ঘুম পাড়া জুড়ে ধুম
জল্পনা আর কল্পনায়,
আঁকছে সবাই ইচ্ছেমতো
ইচ্ছেমতো আল্পনায়।
পথ ভুলে যাও মত ভুলে যাও
যাও ভুলে যাও পরিচয়,
বিবেকটাকে ঘুম পাড়িয়ে
চলছে সবাই বিশ্বময়।
কুকুর বিড়াল মানুষ মিলে
হায়েনাকে দলে টেনে,
বীভত্ষতায় নাচছে সবাই;
নাচছে সবাই আনমনে।
কামড়ে খাচ্ছে একের মাথা
টানছে অন্যের ঠ্যাং ধরে,
পুরো জাতি ঘুমিয়ে গেছে
আফিম গাজা ভাং ভরে।