গন্তব্য আমার অনেক দূর তাই যেতে হবে পথ পেরিয়ে,
বন্ধুর পথে আঁধারের রাতে শুনবো না পিছু ডাক;
আসে বাঁধা আসুক, ঝড় ঝঞ্জা কিংবা প্রেতাত্মার ছাঁয়া
আগলে ধরে যদি পথ, বিশ্বাসের অনলে সব পুড়ে যাক।
বাঁকা চাহনি, টিকা টিপ্পনী সাথে জোটে যদি তাচ্ছিল্য
জুটুক না হয় আরো আরো কিছু নিন্দুকের ইচ্ছেমতো,
ধারি না ধার কিছুতেই কিছু আর; বাঁধনহারা আমি
দলে পিষে যাই দু পায়ের তলায় অবিদ্যার ছাঁয়া যা আছে যতো।