মানুষ মানুষের জন্যে এখন
নেই মনে হয় আর,
নৈতিকতা জ্বলে পুড়ে
হয়েছে ছারখার।


পাশবিকতার বলি শিশু
দেখে না কেউ তবু,
কেমনে ক্ষমা পাবো বলো
আমরা তোমার প্রভূ?


পুড়ছে ওরা পুড়ুক না হয়
আমি তো নেই দলে,
বাঁচার উপায় খুঁজছে সবাই
ছলছুতোয় কৌশলে।


যায় না বাঁচা যখন দেখে
ছোটে এদিক ওদিক,
হায়রে মানুষ সময় মতো
পথ ধরো নি সঠিক।