মাঝে মাঝে মাঝে
হয়তো বাড়াবাড়ি হয়,
হয়তো কেন নিশ্চিত বেশী;
হয়তো এটুকু আছে বলেই
জীবন নদীতে সাঁতার কাটে
মন ভরা নিয়ে খুশী।
কাঁটা তারটা সুযোগ পেলে
খোঁচাটা দিতে
ভোলে না,
চিৎকার করে পালানোর
কথা, তারপরো
কেউ বলে না।
করে ঘেষাঘেষি
ভুলে রেষারেষি
মনের মাধুরী মিশিয়ে,
জীবনের চাওয়া
পূরণ করতে
কখনো কখনো
ওঠে বিষিয়ে।