হৃদয়পুরের মনোরাজ্যের
নিয়ম ভারী আজব,
ইচ্ছে হলেই যখন তখন
আমোদে হয় সরব।


আইন সালিশ কিংবা পুলিশ
ধার ধারে না কারো,
টপকে বেড়া কাঁটা তারের
ছুটতে যত পারো।


ইচ্ছে হলে ওপারের জল
আজলা ভরে নিয়ে,
এপার এসে তৃষ্ণা মেটাও
ঠান্ডা পানি দিয়ে।


ওপার বসে দেখছে কবি
সর্ষে ফুলের ঢেউ,
এপার বসে হলুদ মাঠে
আঁকছে ছবি কেউ।


খেজুর রসের মিষ্টি পিঠা
সর্ষে মাখা ইলিশ,
পুরলে মুখে বলতে হবে
আরেকবার দাও প্লিজ!


এপার ওপার দু পারেতেই
সবুজ ভরা মাঠে,
ফসল তোলে কৃষকের দল
বেচে গাঁয়ের হাটে।


এপার ওপার দু পারেতেই
মিষ্টি জলের নদী,
মাঝির গানের সুরের সাথে
বইছে নিরবধি।


হৃদয়পুরের মনোরাজ্যের
রাজা প্রজা সবাই,
বেড়ায় ঘুরে ইচ্ছেমতো
মনের সুখে সদাই।