কিছু কথার জাল ফেলে আর
ঘাটলায় বসে থাকবো না,
তোমার পাতা কথার জালেও
আমায় ফেলে রাখবো না।
হিসেব হবে নগদ দিয়ে
বাকীর খাতা খুলবো না ,
আমি তুমি তুমি আমি
এমন কথায় ভুলবো না।
তোমারটুকু তোমার থাকুক
আমারটুকু আমার,
ইচ্ছে হলে বলতে পারো
তুমি আমায় চামার।
চামার বলো চন্ডাল বলো
আসবে যাবে না ,
নয়া পাতে পুরোনো চাল
আর কেউ খাবে না।
চোখ রাঙ্গানি মুখ শাসানি
বন্ধ কর এবার,
তল্পিতল্পা গুছিয়ে নাও
সময় এখন যাবার ।