ইচ্ছেগুলো ইচ্ছেমতো
আকাশ জুড়ে উড়তে চায়,
শেষ প্রহরে নিশির ডাকে
ঐ সুদুরে মন হারায়।


মন উদাসী বন বাঁদাড়ে
পলাশ ডালের রাঙা রঙ,
হাতছানি দেয় রাত পোহাতে
লজ্জাবতীর শতেক ঢং।


ইচ্ছে করে একটা ছুটে
সাত সমুদ্দুর দেই পাড়ি,
নিত্য দিনের নিত্য কাজে
ইচ্ছেমতো নেই আড়ি।


ইচ্ছে হলেও শতেক শখের
সাধ মেটানো বড় দায়,
দায় দায়িত্বের চার দেয়ালে
ইচ্ছেগুলো সব হারায়।