শ্রদ্ধেয় কবি ফারহাত আহমেদের "চাপাতি" পড়ে প্লটটি মাথায় আসে। তাই আজকের কবিতাটি কবি "ফারহাত আহমেদ" এর উদ্দেশ্যে উত্সর্গ করলাম।


মরার আগেই মরার কথা
আমি আর ভাববো না,
এই জীবনটা অনেক বড়
স্রেফ কোন কাব্য না।
থাক বাকী তা গল্প যত
শেযটা পুরো দেখতে চাই,
অল্প বেশীর হিসাব কষে
লাভ তো কিছু জোটে নাই।
ছুটির কথা তোমরা ভাবো
আমি ভাবতে রাজী না,
জেতা ছাড়া হারার গল্প
আর কোত্থাও খুঁজি না।