যুদ্ধ আমার তোমার সাথে
অন্য কোথাও নয়,
যত্রতত্র খেলতে গেলে
মূল্য দিতে হয়।
দিতে পারো উধাও করে
কিংবা অপমান,
বোঝাপড়া করেই তবে
অন্তিম প্রস্থান।
আমার বুকের জ্বালা বোঝা
তোমার কম্ম নয়,
নিত্য আমার হৃদয় থেকে
রক্তক্ষরণ হয়।
ভুল করেছো খেলতে এসে
ভুল সাথীকে নিয়ে,
কি আর হবে এইটুকুতে
একটু করে ইয়ে!
যেদিন তুমি দাঁড়িয়ে রবে
জীবন সায়াহ্নে,
দু চোখ দিয়ে খুঁজবে আমায়
প্রায়শ্চিত্যের-ই জন্যে।
কারো বুকে আগুন জ্বেলে
কেউ থাকে না ভালো,
ঘোর আঁধারে হাতড়ে মরে
থাকতে শত আলো।
আজকে তুমি পালিয়ে গেলে
দিয়ে আমার ফাঁকি,
জেনে রাখো আজও আমি
তোমায় নিয়েই থাকি।