বসেছিল কলম হাতে
একটা কিছু লিখবে বলে,
একটুখানি শুনবেন কি স্যার
হারিয়ে গেছে আমার ছেলে।
ভ্রু কুচকে চশমার ফাঁকে
দেখে নেন একটুখানি,
কাব্য সেবায় কলম ধরেছে
ঝামেলা পাকালো ঠিক তখনি।
মরেছে নাকি বাদ বাকীরা
পড়েছে কি সেথা বাজ?
হতচ্ছাড়া হারামজাদারা
করে না কোন কাজ।
মনের কথা মনেতেই চাপে
আসতে দেয় না বাইরে,
এটাই না হয় লিখে ফেলি
কবিতার আকারে।