বুনো কচু আর বাঘা তেতুলে
হররোজ করে ঝগড়া,
তোর সুখেতে নিজের নাকটা
কেটে দেবো তবু বাগড়া।
চোখ জ্বালাতে পেয়াজের রস
শরীর জ্বালাতে বিছুটি,
শেষ দেখতে শেষ হয় হোক
ছাড়বো না তবু পিছুটি।
মান যেতে চায় যাক চলে সে
জানটাকেও দিলাম ছুটি,
আমার কথায় উঠবি বসবি
নইলে ধরবো টুটি।
আসবি কাছে বসবি পাশে
কাছে নিবি তুই টেনে,
আমাকে ভোলা! এত সহজ না;
ভাল করে যা জেনে।