রোজ দেখি ঘুরে ঘুরে
ফেসবুকের রঙিন দুনিয়া,
জীবন কত সুন্দর
কত রঙের আহা আহা!
দুঃখ ছাড়া রঙে ভরা
সুখের সকল পায়রা,
কেউবা তোলে সিঁথির উপর
নকল সোনার টায়রা।
কেউবা হাসে দাঁত কেলিয়া
কেউবা চোঙা মুখে,
ভাঙা চোরা হাবড়া বুড়ো
সবাই ডুবে সুখে।
সুখ নদীতে ডুবতে বড়
ইচ্ছে হলো মনে,
ফেসবুকে তাই পা বাড়ালাম
মিলতে সবার সনে।
লাইক আছে, ওয়াও আছ
আছে হা হা হি হি,
মিথ্যা সুখের ছড়াছড়ি
দেখে মরি ছিঃ ছিঃ।
ঘরের ভেতর হাতাহাতি
ভাঙে হাড়ি কড়াই,
সেলফি তুলে লাভ রি এ্যাক্টে
সবার আগে তারাই।
দেখতে লাগে বাঁদরসম
জোকার জোকার ভাব,
লাইক ওয়াও দিয়ে লিখে
রইলো আমার লাভ❤️।
হয় না এতে ক্ষান্ত মোটেও
বেহুঁশ মানুষগুলো,
জুকারবার্গের পাতা ফাঁদে
সবার চোখে ধূলো।
ধনে জনে শান শওকাতে
কার চেয়ে কে বড়,
পাবলিকে তা পোস্ট দেয়াতে
সবাই হলো জড়ো।
জুকার বাবার জুটে গেলো
বিশাল গাধার মেলা,
জীবন থেকে হারিয়ে গেলো
সত্যি সুখের ভেলা।
অথৈ জলে হাবুডুবু
কোথাও শান্তি নাই,
ঘরের মাঝে খোঁজে নারে
খোঁজে বাইরে ভাই।
পাশেই থাকে স্বজন পড়ে
দেখার সময় কই,
ফেসবুক আর আফিম খেয়ে
বুঁদ হয়ে সব রই।