আবোল তাবোল অনেক কিছুই
লিখি ইচ্ছেমতো,
লক্ষ্যহীন এক তরী বেয়ে
যত্রতত্র যত।
লক্ষ্য ছাড়া নাও ডুবে যায়
মাঝ সাগরের ঝড়ে,
কাব্যে তোমার লাভ কি হবে
যখন যাবে মরে?
মাথার ভেতর ভাবনা হঠাৎ
ঘোরে এলোমেলো,
লক্ষ্য ছাড়া কাব্য তবে
লিখবো কেন বলো?
কাব্য নিয়ে বাঁচবো আমি
কাব্যে থাকতে চাই,
আমার কথা জোর গলাতে
আমি-ই বলবো ভাই।