বর্ণিল রঙের ছটায় আহা কী অপরূপ আভায়
দেখেছিলাম তারে নিয়ে কিছু স্বপ্ন,
ঘোর লাগা এক মাতাল নেশার ঝড়ে
টালমাটাল এই দেহ মন ছিল মগ্ন।
আলো ছাঁয়া আর আঁধারের খেলায়
অবেলায় যায় বেলা হারিয়ে,
কাছে যে থাকার থাকে না সে আর
প্রহর থেকে প্রহর যায় গড়িয়ে।
অচেনা এক অতিথির বেশে হররোজ
সে করে আসা যাওয়া,
কাছের বলে ভেবেছিলাম যারে
স্বপ্নেও তারে আর যায় না কাছে পাওয়া।