আদর পেয়ে বাঁদর হয়েছি
গছের ডালে ঝুলে,
কখন কোথায় কার কারণে
হাত দেয় না কেউ মূলে।
শাপলার রূপে মুগ্ধ সবাই
জলের তলে যেতে চায় না,
আপনাকে আর ঢাকা যায় কি
সামনে ফেলে আয়না?
হৈ হৈ হৈ সারা পাড়া জুড়ে
কানাকানিতে সব শেষ,
রাতের আঁধারে ঘটনার পরে
দিনের আলোতে থাকে রেশ।