কেউ কি শুনেছো এমন আজব কথা?
খাদিজার মা কাঁদছে, বুক ভরা তাঁর ব্যাথা।
কোল জুড়ে এসেছিল, যবে তোমার মেয়ে;
বলেনি কেউ যেতে হবে সব কিছু সয়ে?
সোনার পুত্তুর আমার নাম বদরুল
কি এমন করেছে যে, এত হুলস্তুল!!!
খোকা আমার খোকা নেই, হয়েছে পুরুষ
প্রত্যাখানে ছিল না তাই, তার কোন হুঁশ।
রাগ, জেদ, ক্ষোভ বিনে পুরুষ নাকি হয় না,
সোনার পুত্তুর আমার, বেঈমানি তার সয় না।
মেয়ে হয়ে কলেজে যায় ঘাড় করে ঠ্যাটা,
হবে না খেলার পুতুল ঘাড়ে মাথা কটা?
যেনতেন পুত্তুর না, ব্যাটার মতো ব্যাটা,
খাদিজা মা, এবার তোমার যাবেই মাথা কাটা।
খোকা আমার দানব হয়ে ঢুকলো গিয়ে ঝোপে,
রক্তের বান ছুটছে দ্যাখো তারই দায়ের কোপে।