বার্তা পেলাম কর্তা নাকি
খুব ক্ষেপেছেন আজ সকালে,
জুটবে এবার জুটবে এবার
মন্দ ভালো কার কপালে?
চামচাগুলো চারপাশে তার
হরহামেশা বেড়ায় ঘুরে,
অপেক্ষাতে থাকে তারা
সুর মেলাতে কর্তার সুরে।  
কর্তা বলেন রাত নাকি দিন
কোনটা হলে এখন ভালো?
ইচ্ছে হলে রাতেই না হয়
জ্বালিয়ে দেবো দিনের আলো!
ইচ্ছে হলে কর্তা মশাই
কাটবে সাঁতার শুকনো মাঠে,
ইচ্ছে হলে যাবেন তিনি
নৌকা ছাড়াই অন্য ঘাটে।
কর্তা খুশী আমরা খুশী
চামচা ধর্ম এটাই নাকি,
বিপদ আঁচে চামচাগুলো
কর্তাকে দেয় বেজায় ফাঁকি।