ধরলো এসে বায়না সুজন, বন্ধু দে না তুই;
কবিতাটি আমার নামে চারপাশে বিলোই।
গাল ফুলিয়ে রিক্তা বলে আমি কি তোর পর?
সেদিনের সে সুজন হঠাৎ এসেই তুললো ঝড়! 


বুকের ভেতর ব্যথায় কোকায় রিক্তা শুয়ে শুয়ে
নাদিম বলে আমরা কি সব হাওয়ায় এলাম উড়ে?
জাকির বলে কিরে বন্ধু আমি কে তোর বল,
সাজু ক্ষেপে ঘোষণা দেয় বন্ধু তো নয়, খল।


আছে বন্ধু মুন্না, মুনা, পাপড়িসহ আরো
এতটুকু ছেদ পড়ে নি আজ অবধি কারো।
নাতি সেলিম, পাপ্পু, লিলি, গিয়াস বাবু, রিপন
বন্ধু সবাই সবার তরে, সবাই সবার জীবন।


লুনার সাথে বীণা থাকে রিয়াদ তুহিন সহ
ওদের নিয়েই জীবন আমার হলো অর্থবহ।
বন্ধু আমার সবাই গুনী যে যার মতো করে
ওদের নিয়ে লিখতে গেলে মন প্রাণ যায় ভরে।


ইচ্ছে করে মনটা খুলে বলি সবার কথা
শব্দ খরায় পারি না তা, বুকে জাগে ব্যাথা।
হবে না কী তবে আমার আর কখনো লেখা,
ভাবনাগুলো কপাল জুড়ে জমায় বলি রেখা।


অবশেষে বেকার আমি চেকার হয়ে ঘুরি,
এখান থেকে ওখান থেকে দু চার লাইন ধরি।
দু চার করে পদ্য জমাই গড়বো আড়ৎ বলে,
কবিতা নয়, ভালবাসায় রাখবো তোদের ধরে।