ফিরনীর সাগর দ্যাখে স্বর্গে বসে বসে
"কাটিবে সাঁতার সেথা,
খাইবে আয়েশে।"
ভাবনায় দিন যায়, নেমে আসে রাত;
লালসার কবলে সে
হলো কুপোকাত।
একদিন ঝপ করে দিয়ে দিলো ঝাপ
ফিরনীর সাগর বাসে
কে দেবে আর বাঁধ?
হায় হায় একি দ্যাখে দিয়ে ঝাপ শেষে,
চারপাশে কাশবন
পেলো অবশেষে।
চোখ নাক এক হলো জল বেয়ে বেয়ে,
লোভে পাপ বুঝলো সে
সব হারিয়ে।