মার্শাল কোর্ট বসিয়ে বিশাল আয়োজন চলছে
আমার না কি বিচার হবে এমনটাই তারা বলছে।
বিচারকের আসনে যে বসেছে আজ,
একদিন সেই ছিল আমার ভালবাসার মাথার তাজ।
নিঃসঙ্গ পৃথিবীর নিস্তব্ধতার মাঝে প্রতিটি ক্ষণ
সেই ছিল আমার অতি আপনজন।
আজ তাকে আমার কেন লাগছে এতটা অচেনা?
একদিন তার চেয়ে কেউ ছিল না বেশী জানা।
রায় ঘোষিত হবে, তাই চলছে তোড়জোড়,
কে যেন ডেকে বললো এবার ভালবাসার কবরটা খোড়।
কাঠগড়াতে দাঁড়িয়ে আমি তবে মাথা নত করে নয়,
ভালবাসা ছাড়া আমার নাই  আর কিছু হারাবার ভয়।
বিচারক রায় ঘোষণা করবেন আর কিছুক্ষণ বাদেই,
হয় না বুঝি অপেক্ষার প্রহর শেষ এমনটা ভেবেছি যেই
ঘোষণা আসে, রায় দেয়া হয়েছে ফাঁসির।
অপরাধ কি আমার? জানতে চেয়ে সবাই অস্থির,
ভালবাসা যদি হয় অপরাধ, তবে সে দোষে দোষী আমি;
এতটুকু খাঁদ ছিল না তাতে জানেন অর্ন্তযামী।
বিচারকের বুকে মুখ লুকানো যদি হয় অপরাধ,
মাথা পেতে নিলাম সে অপবাদ।
ভালবাসার হাতছানিতে চঞ্চলা হরিণীর মতো
ছুটে গিয়েছি এড়িয়ে বাঁধা বিপত্তি যত,
যদি হয় এই আমার অপরাধ
তবে মাথা পেতে নিলাম সে অপবাদ।
তার অধরে অধর ছুঁয়ে স্বপ্ন এঁকেছি কত,
তার বুকে মুখ লুকিয়ে দেখেছি ভালবাসার স্বপ্ন শত শত;
যদি হয় এই আমার অপরাধ
তবে মাথা পেতে নিলাম সে অপবাদ।
বলেছিল ভুলে যাও সব, হয় নি কিছুই তোমার আমার,
কি করে ভুলে যাবো তার সাথে কাটানো প্রতিটা প্রহর?
তীব্র প্রতিবাদে বলেছিলাম মরে যাবো তাও ভালো
তবু নিভতে দেবো না  ভালবাসার আলো।
পারবো না দিতে স্মৃতিগুলোকে গঙ্গায় বিসর্জন,
অন্ধকার এক রাতে বন্দী করে ভেঙ্গে দিতে চায় পণ;
পারে না, অবশেষে মার্শাল কোর্টে রায় দেয় ফাঁসির,
ভালবাসা বুকে নিয়ে এই আমি হয়ে যাই চিরতরে স্থবির।