মাটির টানে ভাটির গানে
মন চলে যায় বহুদূর,
প্রাণের মাঝে ইচ্ছে জাগে
শুনতে বাউল গানের সুর।
ইচ্ছে করে নায়ের মাঝির
বৈঠা বেয়ে যাই দূরে,
রুদ্রাক্ষরের মালা গলায়
বৈষ্ণব যায় পথ ধরে।
অস্তাচলের রাঙা সূরুজ
রাঙিয়ে দেয় ঈষাণ কোণ,
গাঁও গেরামের মেঠো পথে
চঞ্চলা হয় আমার মন।