এই মেয়ে তুই বোকা
বুঝলি নারে মেয়ে কেন
তুই যে বড় একা!
একার সাথে একাই যখন
সমরের ময়দানে,
বুঝতে হবে ওত পেতে কেউ
এখানে সেখানে।
ভাল সেজে তোর-ই পাশে
করবে আহা আহা,
সুযোগ বুঝে কোপটা দেবে
ভাগ্যে আছে যাহা।
ভাবলি বুঝি এতদিনে
আসলো কোন মানুষ,
অমনি মেয়ে হারালি রে
তাল জ্ঞান আর হুঁশ ।
বাসে ভালো মিথ্যে দিয়ে
আঁকে রঙ এর ফানুস,
ও মেয়ে তুই জানলি নারে
কেমনতরো মানুষ!
শরীর জুড়ে আঘাতগুলো
দাওয়ায় যাবে মুছে,
মনটা যে তোর ময়লা ভরা
কেউ দ্যাখে না পাছে।
বলছে তোকে হয় নি না কি
কোন রকম পাপ,
আবেগবশে করলি উজাড়
করবে তোকে মাফ?
পাপ হয় নি, পাপ হয় নি
বোঝাক যতই তোকে,
নস্যি দেহ, মনটা যে তোর
আটকে গেছে পাঁকে।।