পড়বো না আর তোর কবিতা
ওর কবিতাও না,
এর কবিতার দু চার লাইন
ছুঁয়েও দেখবো না।


লিখছে সবাই পাতায় পাতায়
কল্পনার রঙ দিয়ে,
আঁকতে ছবি শব্দ সাজায়
মন পবনে গিয়ে।


হিংসে আমার হয় না বলি
কেবল মুখে মুখে,
মন জ্বলে যায় তুষ অনলে
যায় কী থাকা সুখে?


চিন্তামণির আনাগোনায়
নেই কোনো বিরতি,
মাস গড়াতে লাগবে কত?
ভাবনায় পড়ে যতি।


অনটনের ব্যথায় টনক
নড়ছে টনটনিয়ে,
গড়ের মাঠের কালো আঁধার
ওঠে যে ঘনিয়ে।


ইচ্ছে করে ভাবতে তবু
পরের পঙক্তি নিয়ে,
মাসের ভাড়া বাকী আজো
গিন্নী যায় শুনিয়ে।


মাসোহারায় মাস চলে না
ওঠে পিঠের ছাল,
ছাপোষাতে জীবন যাপন
চলবে কত কাল?


ওর কবিতায় তোর কবিতায়
সুখের ছড়াছড়ি,
কেমন করে সেই কবিতা
ঠান্ডা মাথায় পড়ি?