রাজা এসেছে আমার দুয়ারে
আমি তো নই সুয়োরাণী,
কেমনে তারে সম্ভাষিব
নেই তো মধুর বাণী।
চোখের জলের আঁচল বিছিয়ে
ধুলোগুলোকে দেই ঢেকে,
অনেক সাধনার অতিথি আমার
আসন পাতা তাই বুকে।
রাজা এসেছে আমার দুয়ারে
দিয়েছে চরণের ধুলি,
অর্ঘ্য দেবো কি দিয়ে আমি
শুন্য ফুলের ডালি।
মধুর বাণী, ফুলের ডালি
নাই বা থাকলো ঘরে,
রাজাকে আমার রাখবো ধরে
মনের এই সিংহাসনে।