তৃষ্ণায় ফাটে বুকের ছাতি
হাত পেতে চায় একটু জল,
পাষাণ হৃদয় পাথর বাঁধা
ভাবে সব-ই শুধুই ছল।
এক ফোঁটা জল এক ফোঁটা জল
হাহাকারে জীবন যায়,
চায় না তবু হায় রে পাষাণ
তৃষ্ণাতে কেউ প্রাণ হারায়।
পথের পাশে পড়ে আছে
দেখছে মড়া দল ধরে,
খবর পেয়ে পাষাণ হৃদয়
ভাবে একটু যাই দেখে।
মড়া দেখে চমকে ওঠে
দেখছে পাষাণ এ কাকে?
জলের জন্য-ই এসেছিল
এই মড়াটা তার দ্বারে।