রক্ষক থেকে ভক্ষক হয়েছে
ছিল না কথা এমন,
আগলে রাখবে আষ্টেপৃষ্ঠে
যখন যেখানে যেমন।
আগলে রাখে নি, ছুড়ে ফেলেছে
খোলা মরু প্রান্তরে;
দিশেহারা হয়ে ছোটাছুটি করে
বালু ঝড়ের কবলে।
যাবে কি হারিয়ে ধূ ধূ মরুতে
পাবে না খুঁজে পথ?
ছুটে চলে, তবু থেমে থাকে না
দৃঢ় প্রত্যয়ের শপথ।