বন্ধু বলে মানছে না আর
বলছে তারা চলবে না,
ধ্যানের কথা, দানের কথা
ভুলেও হেথা বলবে না।


ভন্ডামীতে ছেয়ে গেছে
আশেপাশের সব মানুষ,
তাদের মাঝে দেখে তোমায়
হারাই বুঝি আমরা হুঁশ।


পথ ছেড়ে দাও ভন্ডামীটার
এসো থাকি একসাথে,
তবেই জেনো মিলবে সবার
তোমার সাথে এক পথে।


বলছো তাতে দুঃখ যে নাই
সত্য আছে হৃদয়ে,
ধ্যানের কথা, দানের কথা
শুনেছি সেই এক গাঁয়ে।


জানতে হলে চলো সবাই
এসো সবাই এই পথে,
কল্যাণে কাজ চলছে সেথা
সবাই মিলে এক মতে।


লোভ লালসা নেই সেখানে
ঈর্ষা বিভেদ বহু দূর,
মানুষগুলো সত্য খোঁজে
কণ্ঠে তাদের একটাই সুর।


ইট পাথরে কীটের মতো
ভাল্লাগে না বাঁচতে আর,
কচিকাঁচার মেলায় হারায়
মনটা আমার বারংবার।


মাথার উপর নীল আকাশে
মেঘের ভেলা যায় ভেসে,
পাহাড় ঘেরা সবুজ বনে
দুঃখ ভোলায় কেউ এসে।


ইচ্ছে করে জানতে তোমার
কি আছে আর সেই দেশে?
আর্ত মানবতার সেবায়
ধ্যানীরা রয় চারপাশে।


আমরা যখন যুগ যাতনায়
শ্রান্ত ক্লান্ত বিপন্ন,
ধ্যানের সাথে দান মিশিয়ে
গড়ছে জগত অনন্য।


প্রশান্তি আর সুখ সাফল্যের
ভুবন যদি দেখতে চাও,
মুক্ত মনে এসে সবাই
ধ্যানীর বাড়ি দেখে যাও।