পড়বি না কেউ আমার লেখা
পঁচা বলে তাই?
লেখা দিয়েই আমি যে ভাই
মিতালী পাতাই।


লেখাতে নাই ছন্দ মোটেও
ভাবনা এলোমেলো,
দু চারজনায় পড়লো যারা
কিইবা এসে গেলো?


কেউ চেনে না লেখক রূপে
কবি নামেও নয়,
আপনজনার মতোই তবু
কাছে টেনে নেয়।


কেউবা ডাকে দিদি বলে
কেউবা বলে কবি,
আসলে তো ওরা সবাই
আলোয় ভরা রবি।


ওদের আলোয় ঘুচবে আঁধার
হবো আলোয় আলো,
নাই বা হলো লেখা আমার
ওদের মতো ভালো।