তুলতুলে গাল ছোট ছোট পা
আধো আধো মুখে বুলি,
মিষ্টি মুখের দুষ্টু চাহনি
কত যে গল্পের ঝুলি!
মুখখানা তার স্মরণ করে
অস্থির হয় মনটা,
ছুঁতে পাবো তারে কখন কোথায়
মাহেন্দ্র সেই ক্ষণটা।
একই আকাশে নীচে দু জনা
কয়েক গজের ব্যবধান,
ইচ্ছে হলেও তবু পারি না
ভাঙ্গাতে রাঙ্গা অভিমান।
সোনা জাদু ধন ময়না টিয়া
ওরে আমার জান বাচ্চা,
তোর-ই জন্য এ জীবন বাজি
ঝুঁটা নয় পুরো সাচ্চা।