এক জীবনে চাই কি তোমার
চাই কি তোমার বলো,
ভাবনাগুলো দিলাম নাকি
করে এলোমেলো?
ঘরের সাথে বর মিলিয়ে
শাড়ীর সাথে গাড়ি,
সুখের সাথে শান্তি হলে
চলবে তোমার নারী?
বর জুটেছে ঘর জুটেছে
শাড়ী গাড়ি সবই,
তবু কেন মিলছে না সুখ
আসো দেখি ভাবি?
সুখ খুঁজেছো শাড়ীর মাঝে
গাড়ি বাড়ী বরে,
চাওনি নারী জানতে কভূ
সুখ যে কিসের তরে?
নারী আমি নারী তুমি
এই না পরিচয়ে,
মানুষ নামে ভাবতে গেলে
মরছি কেবল ভয়ে।
নারী শুধু নয় যে তোমার
একক পরিচয়,
মানুষ হয়ে সবার মাঝে
বাঁচতে জানতে হয়।
শাড়ীর রঙে রঙিন হয়ে
ঘরের বরের মাঝে,
নিত্য নারী কেন তুমি
সাজো সঙের সাজে।
নারীর আগে মানুষ তুমি
সৃষ্টির মাঝে সেরা,
চার পাশ তোমার নয়তো শুধু
দেয়াল দিয়ে ঘেরা।
বিদ্যা দিয়ে বুদ্ধি খাটাও
গড়ো আপন ভুবন,
শাড়ী চুড়ি নয় কখনো
শুধুই তোমার জীবন।