রি-কন্ডিশন এক গাড়ীর মতো
ঠেলেঠুলে তারে চালিয়ে নেই,
ঝিমুনি কাটিয়ে চাঙ্গা করতে
মোবিল পেট্রোল ঢেলে দেই।


খানিক চলে খানিকটা চলে না
হাসফাঁস করে কষ্টে,
একটা জীবন কাহাতক বলো
কেটে যেতে পারে নষ্টে?


বারো হাত যার প্রয়োজন হয়
ছয় হাতে তার চলে না,
এ দিক ঢাকলে ও দিক উদোম
সংসার একে বলে না।


মাস না ফুরোতেই হাতটা শূন্য
হারাম রাতের ঘুমটা তাই,
চাহিদাগুলো চারপাশ ঘিরে
শ্লোগান তোলে চাই গো চাই।