যদি বলি তারে জানো কী তুমি
এক জীবনে কী চাই?
উত্তর তার একটাই শুধু
নাই নাই আর কিছু নাই।
কী দেবো তোমায় কী নেবে তুমি
সঙ্গায়িত করে বলো,
ফ্যালফ্যাল করে চেয়ে চেয়ে দেখে
ভাবানারা তার এলোমেলো।
লক্ষ্যহীনা লক্ষ্যের পথে
ঠুলি চোখে ছুটাছুটি,
বিভ্রান্তির চোরাবালিতে
চেপে ধরে কেউ টুটি।
মুক্তি মুক্তি মুক্তি চাই বলে
চিৎকার থেকে হুঙ্কার,
মুক্ত জীবনের ছন্দ খুঁজে পেয়ে
নতুন সুরে তোলে ঝংকার।