নুসরাত বন্দনায় মাতোয়ারা হয়েছো
কূল থৈ সব হারিয়ে,
তনুর ছবিও এঁকেছিলে সেদিন
সাদা কালো রঙ দিয়ে।
বিচার পায় নি আজো তনু তার
তামাশাটা ঠিকই চলছে,
নুসরাত তনুরা মরছে মরবে
নিয়ম নাকি তাই বলছে।
লজ্জা ঘৃণা নেই কিছু তোমার
শোক মাতমের খেলায়,
চাই না তোমার সহানুভুতি আর
মৃত্যু মিছিলের মেলায়।
ধিক তোমার ঐ ডাবল স্ট্যান্ডার্ড
চারিত্রিক সনদপত্রে,
নুসরাত তনুরা আসবে যাবে
তোমার কবিতার ছত্রে।