ঘেন্না করতেও ঘেন্না লাগে
চোখে মুখে বিস্ময়,
কেমনে পারে দিতে বিসর্জন
ন্যায় নীতির অবক্ষয়।
বলেছিল সে ম্যালা কথা
আদর্শ না কি সবার,
এখন তো দেখি সবটাই মিথ্যে
এ কেমন কারবার?
বিশ্বাস করেছি অন্ধ চোখে
হয়তো সবার মতো নয়,
বুঝিয়ে দিয়েছে গড্ডালিকায়
কেমনে ভাসতে হয়!
ঠকায়নি সে একা আমারে
ঠকিয়েছে বিশ্বাসকেও,
আজ আর তাই করি না
ভরসা নিজের নিঃশ্বাসকেও।