সময়ের কাজ সময়ে হয় নি
আশা ছিল তার ম্যালা,
ছেলেপুলে আর সংসার নিয়ে
খেলতে হয়েছে খেলা।


দাঁত নড়বড়ে রক্তে সুগার
প্রেশারটাও ওঠে নামে,
সকাল সন্ধ্যা টানাটানি চলে
মানুষে আর যমে।


মনে ছিল আশা চোখে ছিল ভাষা
দায়গুলো সব মেটাবে,
সবকিছু সেরে হাত পা গুটিয়ে
স্বপ্নগুলোকে পেটাবে।


ভাললাগা আর উচ্ছাসগুলো
আপাতত থাক শিকেয়,
অবসরের এক ক্লান্ত দুপুরে
হাটে হাটে সব বিকেয়।