**** সেই কবির জন্য যিনি তার লেখায় চমকের খেলা দেখান  
         প্রতিনিয়ত।


চমকে উঠেছি তোমাকে দেখে
থমকে দাঁড়িয়েছি ফিরে,
ফড়িং এর দল ওড়াউড়ি করে
তোমার ভাবনাকে ঘিরে।


চমক দেখাতে ঠমক দেখাতে
তোমার জুড়ি মেলা ভার,
আঁতিপাতি করে খুঁজে মরছি
শুন্য আমার ভান্ডার।


পুঁচ্ছ লাগালেই ময়ুর হয় না
কোকিল হয় না কাক,
অগত্যাতে কি আর করা
এটুকুই আজ থাক!