জেনে বুঝেও অবুঝ মানুষ
হেলায় ফেলায় চলে,
সত্য মিথ্যের ফারাক জেনেও
হাজার কথা বলে।
হয় না দিতে গাঁটের টাকায়
কথার উপর ট্যাক্স,
ক্ষণিক জীবন নিয়েই তারা
আচ্ছামতো রিল্যাক্স।
হঠাৎ যেদিন আসবে সমন
আর পাবে না সময়,
জেনে বুঝেও ডুবে থাকে
মিথ্যে মিথ্যে খেলায়।
জানার সাথে তাই বলে যাই
ওহে মানুষ শোনো,
মানা যদি মিলতে পারে
ভাবনা যে নাই কোনো।